বস্ত্র অধিদপ্তরের তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বস্ত্র অধিদপ্তরের ১৩ থেকে ১৮তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো টেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেইলার মাস্টার পদে উত্তীর্ণ হয়েছেন ৩০ জন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ২৮৫ এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গতকাল শনিবার রাজধানী ঢাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে টেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫