বেগম জিয়ার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদের সাক্ষাৎ
ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি ভাইস চেয়ারম্যান পদমর্যাদাধারী এই নেতা কায়কোবাদ।
সাক্ষাৎ শেষে কায়কোবাদ বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।
তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম জিয়া। তাঁর সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত শনিবার (২৮ ডিসেম্বর) তুরস্ক থেকে সৌদি আরব ওমরা শেষ করে দীর্ঘ প্রায় ১৩ বছর পর দেশে আসেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশে পৌঁছে গত শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা-৩, মুরাদনগর আসনের লাখো নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, বিএনপির এ ভাইস চেয়ারম্যানকে ২০০৯ সালে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় এসে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়ালে ২০১১ সাল থেকে তিঁনি দেশের বাইরে থাকতে বাধ্য হন । দীর্ঘ ১৩ বছর নির্বাসিত জীবন শেষে গত ২৮ ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫