কবি কাজী নজরুল ইসলামের বায়োপিকে তাঁর স্ত্রীর চ রিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘কাজী নজরুল ইসলাম’। গণমাধ্যমে এসেছে, আবদুল আলিমের পরিচালনায় এই ছবিতে বিদ্রোহী কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ। আর তাঁর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া।
গতকাল স্পর্শিয়া বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’ জানা গেছে, প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ভারতের ইশা সাহা। কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে। সিনেমাটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আবদুল আলিম। এটি তার অভিষেক সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫