|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুলাই ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন  আটক


নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন  আটক


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন মদ ব্যবসায়ীকে আটক করেছে। এসময় চোলাইমদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।

 

রবিবার (১৩ জুলাই) ভোর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কলাকান্তপুর গ্রাম এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
 

আটককৃত আসামী হল বাসনা রানী, স্বামী উজ্জ্বল কুমার, উজ্জ্বল কুমার দাস, পিতা গনেস কুমার দাস, বিমোলা স্বামী গনেস কুমার দাস, জগেস পিতা নরেন দাস, সর্ব সাং কলাকান্তপুর ( কোলা), থানা গুরুদাসপুর, জেলা নাটোর।
 

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার মদ ব্যবসায়ী, তাহারা দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মদ ক্রয় বিক্রয় করে আসতেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
 

বাংলাদেশ সেনাবাহিনীর এধরণের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।
 

বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন- চাঁদাবাজ,দখলবাজ,মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫