|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

অস্ত্র ও গুলিসহ আমির হামজা গ্রেপ্তার!


অস্ত্র ও গুলিসহ আমির হামজা গ্রেপ্তার!


অনলাইন ডেস্ক:

 

বান্দরবানে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আমির হামজা (৫৭) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২০ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আমির হামজা বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা এলাকার বাসিন্দা এবং আশরাফুজ্জামান ওরফে জামানের ছেলে।

 

পুলিশ জানায়, বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রঞ্জিত চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

 

অভিযানকালে আমির হামজার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫