|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০৬:৪৫ অপরাহ্ণ

ওয়ানডে খেলতে রশিদ খান আসছেন বাংলাদেশে


ওয়ানডে খেলতে রশিদ খান আসছেন বাংলাদেশে


কমাত্র টেস্টে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টাইগাররা তুলে নিয়েছে ৫৪৬ রানের রেকর্ড গড়া জয়। টেস্টে ছিলেন না আফগান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। তবে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন এই লেগস্পিনার।

আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে চলবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের আফগান দলে আছেন রশিদ। ২০১৯ সালে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্টে জয় পেয়েছিল আফগানরা। ১১ উইকেট নিয়ে আফগানদের জয়ে বড় অবদান রেখেছিলেন রশিদ।


এবারের একমাত্র টেস্টে রশিদ খানের না থাকা বিষয়ে শনিবার ট্রট বলেন, ‘আমি মনে করি, রশিদ খানের মতো খেলোয়াড় যখন দলে থাকবে না, তখন অবশ্যই অভাব অনুভূত হবে।’ রশিদের উপস্থিতি উজ্জীবিত করতে পারে আফগানিস্তান দলকে।

একনজরে আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫