|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:২৪ অপরাহ্ণ

চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের


চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের


অনলাইন ডেস্ক:-

 

চীন যদি যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৪ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তবে চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 

গত সপ্তাহে ট্রাম্প ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ উপলক্ষে চীনা আমদানির ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় রোববার চীনও পাল্টা শুল্ক আরোপ করে।
 

এর জবাবে সোমবার ট্রাম্প ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে চীনকে পাল্টা শুল্ক প্রত্যাহারের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বেইজিং সাড়া না দিলে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
 

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প যদি হুমকি অনুযায়ী এই শুল্ক আরোপ করেন, তাহলে চীনা পণ্য আমদানিতে মার্কিন কোম্পানিগুলোকে মোট ১০৪ শতাংশ শুল্ক দিতে হতে পারে। কারণ মার্চে আরোপিত ২০ শতাংশ এবং সর্বশেষ ৩৪ শতাংশসহ ইতোমধ্যেই মোট ৫৪ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। নতুন করে ৫০ শতাংশ যুক্ত হলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য বিরোধ আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অর্থনৈতিক উৎপীড়নের’ অভিযোগ এনে চীনা দূতাবাস বলেছে, “বেইজিং তার বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।”
 

ট্রাম্প তার পোস্টে আরও জানান, শুল্ক বিষয়ে চীনের সঙ্গে চলমান সব আলোচনা বন্ধ করে দেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫