পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি হাটের ক্যাশিয়ার আহম্মদ আলী আর নেই :: শোক ও সমবেদনা জ্ঞাপন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধিঃ-
হৃদযন্ত্র স্ট্রোকজনিত আকস্মিক অসুস্থতায় পলাশবাড়ী পৌরশহরের আমবাড়ী গ্রামের মৃত হেকমত আলীর ছেলে আহম্মদ আলী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ ডিসেম্বর পবিত্র শুক্রবার ভোর ৬ টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ সময় ধরে পলাশবাড়ী পৌর শহরের ঐতিহাসিক কালীবাড়ি হাট/বাজার ইজারাদারগং এর সাথে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিলেন। সেইসাথে একজন নির্ভরযোগ্য এবং বিশ্বস্ততায় হিসাব রক্ষকের দায়ীত্ব পালন করে আসছিলেন। মরহুম আহম্মদ আলী পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকারের মামা ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি শহিদুল ইসলামের চাচা শশুর।
আজ ২০ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারি সুত্র জানিয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরজীবনের জন্য আপনারা দো'আ করছেন।
পারিবারিক সূত্র জানায় ; অন্যান্যদিনের ন্যায় বৃহস্পতিবার হাট/বাজার ইজারা আদায় শেষে রাতে বাড়িতে ফিরেন।যথারীতি রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।ভোরে ফযর এর আযান শেষে স্থানীয় মসজিদে তিনি নামায আদায় করে বাড়িতে আসেন।তাৎক্ষণিক তাঁর বুকে ব্যথা অনুভব হয় । এসময় চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃতুতে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাজনৈতিক, সামাজিক ,পেশাজীবী,ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ,তারা পৃথক পৃথক ভাবে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫