কুড়িগ্রামে বিকাশ এজেন্টের আড়াই লাখ টাকা ছিনতাই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে বিকাশের এক এজেন্টের আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। বালারহাট বাজারে তিন্নি স্টোর নামে তার একটি দোকান রয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে ক্যাশের আড়াই লাখ টাকা একটি ব্যাগে ভরে বাড়ি ফিরছিলেন তাজুল ইসলাম। পৌনে ১১টার দিকে তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে তিনজন অপরিচিত লোক বেরিয়ে এসে তার গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ টানাহেঁচড়া শুরু করেন। এসময় তাজুল ইসলাম চিৎকার করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে দ্রুত টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ধস্তাধস্তিতে গলায় ও হাতে ছুরির আঘাত লেগে আহত হন তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, ‘হঠাৎ অপরিচিত তিনজন লোক ছুরি নিয়ে আমার ওপর আক্রমণ করে টাকার ব্যাগ টানাহেঁচড়া করে। তারপরও আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। একবার চিৎকার করার পর তারা আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখের কিছু বেশি টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানাই।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫