ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২মার্চ বুধবার দুপুর ২ ঘটিকা নগরীর বড় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উত্তরের সভাপতি আবু সাইদ, মহানগর সভাপতি নুর মুহাম্মদ, আইএবি দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল ইসলাম জুয়েল, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আশেকে এলাহি, দক্ষিণ শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন শরীফ সহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা দ্রুততম সময়ে ধর্ষকের শাস্তি নিশ্চিতে ট্রাইবুনাল গঠন এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫