ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ ছাড়াই উপজেলা নির্বাচনে অংশগ্রহণের অনুমতি!

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
এই রায়ের ফলে কুষ্টিয়া ও সিলেটের দুই ইউপি চেয়ারম্যান যারা পদত্যাগ না করেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বাতিল হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।আইনজীবী ড. শাহদীন মালিক রিটের পক্ষে শুনানি করেন।
কুষ্টিয়া ও সিলেটের দুই উপজেলা নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়।আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, রিটকারীরা পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এরপর তারা হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট রায়ে বলেছেন, ইউনিয়ন পরিষদ আইন, ১৯৯৮ অনুযায়ী, ইউপি চেয়ারম্যান পদে থাকাকালীনই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
এই রায়ের মাধ্যমে ইউপি চেয়ারম্যানদের জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পেল।
এর ফলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আরও বেশি ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে পারেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫