|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৩ অপরাহ্ণ

বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে: ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান


বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে: ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-


সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধা বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিড়্গোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। 

সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, সংগ্রাম পরিষদের জেলা নেতা রাজা মিয়া, শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে সপ্তাহের সাত দিন গাড়ি চালিয়েও ইজিবাইক চালকরা সংসার চালাতে পারেন না, সেখানে সপ্তাহে তিনদিন গাড়ি চালালে তারা কিভাবে সংসার চালাবে? তারা বলেন, যারা ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ৪১০০ এবং ৩৫০০ টাকা দিয়ে টোকেন নবায়ন করেছে তাদেরকেও ৬৫০ টাকা দিয়ে হলুদ এবং সবুজ প্লেট নিতে বাধ্য করছে পৌর কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ আরও বলেন, শহরের যানযট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ, পৌর সড়ক প্রশস্থকরণ, ইজিবাইক স্ট্যান্ড এবং সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য একটি আলাদা লেন নির্মাণের দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫