|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৩:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ

থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে


থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে


ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 

বুধবার (১ জানুয়ারি) বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 

নিহত ইসতিয়াক বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
 

ইসতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু জানান, থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে ইসতিয়াক তার বন্ধু অনির বাড়িতে গিয়েছিল। সেখানে বন্ধুদের সঙ্গে তিনতলার ছাদে গান-বাজনা ও খাবারের আয়োজন ছিল। রাত সাড়ে ১১টার দিকে পাশের ছাদে যাওয়ার সময় ইসতিয়াক লাফ দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘থার্টিফার্স্ট উদযাপনের সময় পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫