কপিরাইট সচেতনতা বাড়াতে রাজধানীতে সেমিনার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের কপিরাইট ভবনে গতকাল সকালে “আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। সেমিনারে কপিরাইট সচেতনতা বাড়ানোর ওপর একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্টার, সাবেক অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের সদস্য মনজুরুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ফরহাদ সিদ্দিক এবং কপিরাইট রেজিস্টার (যুগ্মসচিব) মিজানুর রহমান।
সেমিনারে দেশের খ্যাতনামা গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী, সুরকার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীদের সংগীত ও শিল্পের সৃজনশীল কাজগুলো কপিরাইটের আওতায় আনতে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি কপিরাইটের সুবিধা, আর্থিক লাভের উপায় ও সুরক্ষার প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সেমিনার শেষে মেধাসম্পদ সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য দুজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে "মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২৪" প্রদান করা হয়।
-
মৌলিক চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-কে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) শামস সুমন।
-
সাহিত্য ক্যাটাগরিতে বিভিন্ন ভাষার সাহিত্য অনুবাদের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের কাছে বিশ্বসাহিত্য পৌঁছে দেওয়ার অবদানের জন্য ফজলুল করিম-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
-
উদ্ভাবন ক্যাটাগরিতে টিনিটাস রোগের নির্ণয়ে বিশেষ অবদানের জন্য রাফিদ মোহাম্মদ আহসান-কে সম্মাননা দেওয়া হয়।
-
শিল্প ক্যাটাগরিতে সম্মাননা লাভ করে সেভেন ডেইজ প্রতিষ্ঠান।
-
সাহিত্য ক্যাটাগরিতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) সম্মাননা পায়।
-
শিশুদের নিজস্ব সংস্কৃতিতে বেড়ে উঠতে উদ্বুদ্ধ করার জন্য বারিন্দ মিডিয়া লিমিটেড-কেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি কপিরাইট সচেতনতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে রইলো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫