|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১২ অপরাহ্ণ

কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু—সবাই এ দেশের নাগরিক


কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু—সবাই এ দেশের নাগরিক


পঞ্চগড় প্রতিনিধি:-

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যারা জন্ম নিয়েছে, তারা সবাই এ দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের ভাগ-বাটোয়ারা কোনো ধর্ম বা রাজনৈতিক দলের ভিত্তিতে করতে রাজি নই। জাতিকে বিভক্ত করে একে অপরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে পতিত স্বৈরাচারী শাসকরা। একটি দেশ, যেখানে মানুষের মধ্যে ঐক্য নেই, সেখানে সম্মানের সঙ্গে বিশ্ব দরবারে মাথা সোজা করে দাঁড়ানো সম্ভব নয়। ৫৪ বছর পরেও যদি আমরা টুকরো টুকরো হয়ে যাই, তাহলে কখনই এগিয়ে যেতে পারব না। আমাদের স্পষ্ট অবস্থান—আমরা কোনো মেজরিটি বা মাইনরিটি ভাগ করি না।"
 

এ কথা তিনি বুধবার পঞ্চগড় চিনিকল মাঠে দলের জনসভায় বলেন। পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি মাসুদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জামায়াতে ইসলামের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, এবং সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতা রতন চন্দ্র রায়।
 

জামায়াত আমির বলেন, "আমরা বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে গডফাদার, গডমাদার, মাফিয়াতন্ত্র এবং ফ্যাসিবাদ থাকবে না।"
 

ভারতকে আমাদের নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, "আমরা প্রতিবেশীদের কোনো প্রকার অহেতুক কষ্ট দিতে চাই না, তবে প্রতিবেশী দেশও যেন আমাদের ওপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য অসম্মানজনক হবে।"
 

পরে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় জামায়াতের নারী সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে নীলফামারীর ডোমারের উদ্দেশে রওনা হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫