দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া!

ঢাকা প্রেস নিউজ
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১০০ কোটি টাকা সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। রাজধানীতে কোইকার প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিকে আধুনিকায়ন এবং চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে এই অর্থ সহায়তা করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, "আমরা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে বিবেচনা করছি এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে কাজ করার নির্দেশ দিয়েছি।"
কোরিয়ার এই সহায়তা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও আধুনিক করবে বলে আশা করা হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরিতে এই কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিমসহ উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫