|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ


গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ


গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মুম্বাইয়ের জুহুর বাসা থেকে বের হওয়ার সময় নিজের লাইসেন্স করা রিভলভারের গুলি তার পায়ে আঘাত করে বলে জানিয়েছেন তার ম্যানেজার ও পুলিশ। তবে এ ঘটনায় অভিনেতা কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।  ৬০ বছর বয়সী এই অভিনেতাকে প্রথমে বাসার কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

 

পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। গোবিন্দর ম্যানেজার বলেন, কলকাতায় একটি শো-এর জন্য আমাদের সকাল ৬টায় ফ্লাইট ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ যখন বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, রিভলভারটি আলমারিতে রাখার সময় নিচে পড়ে যায় এবং ভুলবশত গুলি বের হয়ে যায়। তবে ঈশ্বরের অনুগ্রহ যে গোবিন্দ শুধু পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আঘাতটি গুরুতর না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫