এনএসআইয়ের নতুন মহাপরিচালক

ঢাকা প্রেস নিউজ
মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে এনএসআইয়ের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বিএমএর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫