|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৩:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ

ব্রহ্মপুত্রে নৌকা থেকে পরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


ব্রহ্মপুত্রে নৌকা থেকে পরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। 
 

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
 

ওই জেলের নাম লিটন মিয়া (১৯)।  তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
 

রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। এর পরপরই সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি শুর করে। প্রায় দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
 

আইসি ইমতিয়াজ কবির বলেন, ‘নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর লিটন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫