|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ০৩:৪৭ অপরাহ্ণ

বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এআইআইবি


বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এআইআইবি


বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে। গত ২৫-২৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত হয় এআইআইবি বার্ষিক সভা। সেখানে এআইআইবি প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দেন। ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্প দুটির মাধ্যমে এই সহায়তা দিতে চায় এআইআইবি।

 

সাধারণ সভার আগে প্রেসিডেন্টের সঙ্গে ইআরডি সচিবের একটি বৈঠক হয়। সেখানে ইআরডি সচিব অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও অগ্রাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বৈষম্যমুক্ত ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম বর্ণনা করেন।সভায় এআইআইবি প্রেসিডেন্ট জানান, তার সংস্থা বাংলাদেশকে আরো বেশি উন্নয়ন সহযোগিতা দিতে উন্মুখ হয়ে আছে।

 

বৈঠকে সংস্থাটির কাছে আগে থেকেই প্রস্তাবিত বেশ কয়েকটি প্রকল্পে অর্থায়ন সহযোগিতা চাওয়া হয়। সভায় এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্পের আওতায় ৪০ কোটিসহ মোট ৭০ কোটি ডলারের বাজেট সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেন। আগামী ডিসেম্বরের মধ্যেই এই দুই প্রকল্পের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫