ইমরান খানের তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করাকে ‘কালো অধ্যায়’ বললেন শাহবাজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড মঙ্গলবার (২৯ আগস্ট) স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। হাইকোর্টের এমন রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করাকে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সিদ্ধান্ত আসার আগে সিদ্ধান্তটি কী হবে তা যদি সবাই জানে, তবে বিচার ব্যবস্থার জন্য এটি একটি উদ্বেগের মুহূর্ত হিসেবে গণ্য হওয়া উচিত।
সামাজিক যোয়াযোগ মাধ্যম এক্সে শাহবাজ শরিফ লেখেন, প্রধান বিচারপতির ‘আপনাকে দেখে ভালো লাগছে’ এবং আপনার জন্য শুভ কামনা এমন বার্তা ইসলামাবাদ হাইকোর্টেও পৌঁছেছে।
এদিকে প্রেসিডেন্ট শাহবাজ শরিফ মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খাননের পক্ষ অবলম্বন করার জন্য সুপ্রিম কোর্ট এবং পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়ালের সমালোচনা করেছেন।
গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমান করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫