|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ০৬:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

কুড়িগ্রাম আঃ লীগের ৩ নেতা গ্রেফতার 


কুড়িগ্রাম আঃ লীগের ৩ নেতা গ্রেফতার 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়  আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান।
 

গ্রেফতারকৃতরা হলেন—রাণিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০), থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭)।
 

পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।
 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫