ময়মনসিংহ র্যাব -১৪, সিপিএসসি বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় কম্বল‘সহ ০১(এক) টি কাভার্ড ভ্যান জব্দ ও গ্রেপ্তার ২ ।
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, ০৩ ফেব্রুয়ারি সোমবার র্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ড এর দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের “আকিজ গ্যাস স্টেশন” এর সামনে পাকা রাস্তার উপর ০১ (এক) টি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ইং ০৩ ফেব্রুয়ারি সোমবার. ভোর অনুমান ০৪.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ড এর দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আকিজ গ্যাস স্টেশনএর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করে। এ সময় কাভার্ড ভ্যানে চোরাকারবারি ১। রায়হান আলম (২৮), পিতা-শফিক সরকার, সাং-আইটহাদি মাথাভাঙ্গা, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ২। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-আঃ বাতেন, সাং-নগরহাওলা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয়কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে কাভার্ড ভ্যানে রক্ষিত ৬৩১ পিচ অবৈধ ভারতীয় কম্বল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ ভারতীয় কম্বলের আনুমানিক মূল্য = ৩১,৫৫,০০০/- (একত্রিশ লক্ষ পঞ্চান্ন) হাজার টাকা।
এ সময় উপস্থিত স্থানীয় লোকজন এবং আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় কম্বল শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল। চোরাচালানের মালামাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আসামী ও আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫