|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন 


ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপ‌জেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে অপসারণের দা‌বিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের বাসিন্দারা।
 

রোববার (২৩ মার্চ) দুপুরে উলিপুর উপজেলা চত্বরে তবকপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, রিপন মিয়া, ছাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম, মাজেদ মিয়া প্রমুখ।
 

এসময় বক্তারা বলেন, মোখলেছুর রহমান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট চুরি করে ইউপি চেয়ারম‌্যানের পদ বা‌গি‌য়ে নেন। তার বিরু‌দ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সকল কার্যক্রম ভেঙে দুর্ভোগ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে ছাত্রদের মারধ‌রের অভিযোগ রয়েছে তার বিরু‌দ্ধে। দ্রুত তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।
 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসতেছি ও পরিষদের সকল কর্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে। একটি মহল আমার বিরু‌দ্ধে অপপ্রচার করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫