|
প্রিন্টের সময়কালঃ ১১ এপ্রিল ২০২৫ ০৭:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

কল্কি ২৮৯৮ এডি: প্রথম দিনে ঝড়, দ্বিতীয় দিনে ছন্দপতন!


কল্কি ২৮৯৮ এডি: প্রথম দিনে ঝড়, দ্বিতীয় দিনে ছন্দপতন!


মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত ভারতীয় চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যার ছাপ দেখা গেছে ভারতীয় বক্স অফিসে। প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করেছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি। তবে দ্বিতীয় দিনেই বক্স অফিসে ছন্দপতন হয়েছে সিনেমাটির!


প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে এক ধাক্কায় প্রায় অর্ধেক কমেছে ‘কল্কি’র আয়। তবুও দুই দিনে সিনেমাটির আয় প্রায় ১৫০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন সিনেমাটি প্রথম দিনেই প্রায় ১০০ কোটির কাছাকাছি আয় তুলে ফেলে ভারতে।


প্রথম দিন ৯৫ কোটি আয়ের পর দ্বিতীয় দিন আসতেই এক ধাক্কায় প্রায় ৪৪ শতাংশ আয় কমেছে কল্কির।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, কল্কি ২৮৯৮ এডি ভারতীয় বক্স অফিসে দ্বিতীয় দিনে ৫৪ কোটির মতো আয় করেছে। যার মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার আয় এসেছে তেলুগু ভার্সন থেকে। হিন্দিতে সিনেমাটি ২২ কোটি ৫০ লাখ আয় করেছে।


ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে কল্কি’র মোট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ রুপি।
তবে দ্বিতীয় দিনে আয় কমলেও দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে কল্কি। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।

 

‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫