|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

অজু প্রসঙ্গে মন্তব্য: বিএনপি নেতার দুঃখ প্রকাশ


অজু প্রসঙ্গে মন্তব্য: বিএনপি নেতার দুঃখ প্রকাশ


ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণের বিষয়ে অজু করার মন্তব্যকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ বিষয়ে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু জানান, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদানকালে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি বলেন, "তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন।" এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং অনাহূতভাবে উচ্চারিত হয়েছে, যা শোভন হয়নি।
 

তিনি আরও বলেন, "আমার বক্তব্যের ওই অংশটি অনাকাঙ্ক্ষিতভাবে উচ্চারিত হয়েছে, যা দলে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে কষ্ট দিয়েছে। এটি দলের অবস্থানকে প্রতিফলিত করে না এবং নেতাকর্মীদের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।"
 

অজ্ঞানতাবশত দেওয়া উক্ত বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫