|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ মে ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

১৫ হাজার টাকায় অপহরণ করে বিক্রি ১৪ মাসের শিশুকে


১৫ হাজার টাকায়  অপহরণ করে বিক্রি ১৪ মাসের শিশুকে


সিলেটে ১৪ মাসের শিশু শাহজাহানকে অপহরণের পর ১৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। শিশুটির বাবা মো. ফয়জুদ্দিন একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার কার্যালয় এ তথ্য দেয়।

পুলিশ জানায়, গত শনিবার শাহজাহান নিখোঁজের পর তার বাবা-মা তাকে খুঁজতে থাকে। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সর্দারপুর এলাকার বাসিন্দা মমতা বেগমের কাছ থেকে শাহজাহানকে উদ্ধার করা হয়।


আটক করা হয় মমতাকে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম এ তথ্য দেন।

তবে অপহরণের মূল পরিকল্পনাকারী জাফরকে গ্রেফতার করা যায়নি। জাফর নিজেকে অসহায় ও অনাথ পরিচয়ে উপরগ্রামে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। প্রায় ২০ দিন ওই বাড়িতে অবস্থানের পর শিশু শাহজাহানকে অপহরণ করেন। অপহরণের পর মমতার কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫