|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ

কাঁচের জিনিস থাকুক ঝকঝকে দাগহীন


কাঁচের জিনিস থাকুক ঝকঝকে দাগহীন


হুদিন ধরে ব্যবহার করছেন কাচের জিনিস। এর ফলে তাতে দাগও পড়ে গিয়েছে। মন খারাপ না করে দাগ তুলে ঝকঝকে করার ঘরোয়া উপায় জেনে নিন-


. এক কাপ পানিতে সামান্য বেকিং সোডা গুলে তা দিয়ে কাঁচের আসবাবটি ভালো করে মুছে নিন। দেখবেন পুরনো দাগগুলি সব উঠে গিয়েছে।  

. কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে ভিনিগার দারুণ কাজ দেয়। ভিনিগারের মধ্যে রয়েছে বিশেষ কয়েকটি রাসায়নিক উপকরণ। এই উপকরণগুলি আঠালো দাগকে সমূলে তুলে দেয়।

. নেলপলিশ রিমুভার যে কোন দাগ সহজেই তুলে দেয়। খুব বেশিক্ষণ সময় নেয় না। তাই নেলপলিশের রিমুভার দিয়েও কাচের আসবাবের দাগ ফেলতে পারেন।  

. কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে অল্প পানির মধ্যে তেঁতুল গুলে তা দিয়ে কাঁচ পরিষ্কার করুন।  

. তেঁতুলের মতোই লেবুও কাঁচের দাগ তুলতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাঁচের অনেকদিনের দাগও তুলে দেয়। ফলে কাঁচের আসবাব আগের মতোই ঝকঝকে দেখতে লাগে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫