কাঁচের জিনিস থাকুক ঝকঝকে দাগহীন

বহুদিন ধরে ব্যবহার করছেন কাচের জিনিস। এর ফলে তাতে দাগও পড়ে গিয়েছে। মন খারাপ না করে দাগ তুলে ঝকঝকে করার ঘরোয়া উপায় জেনে নিন-
. এক কাপ পানিতে সামান্য বেকিং সোডা গুলে তা দিয়ে কাঁচের আসবাবটি ভালো করে মুছে নিন। দেখবেন পুরনো দাগগুলি সব উঠে গিয়েছে।
. কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে ভিনিগার দারুণ কাজ দেয়। ভিনিগারের মধ্যে রয়েছে বিশেষ কয়েকটি রাসায়নিক উপকরণ। এই উপকরণগুলি আঠালো দাগকে সমূলে তুলে দেয়।
. নেলপলিশ রিমুভার যে কোন দাগ সহজেই তুলে দেয়। খুব বেশিক্ষণ সময় নেয় না। তাই নেলপলিশের রিমুভার দিয়েও কাচের আসবাবের দাগ ফেলতে পারেন।
. কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে অল্প পানির মধ্যে তেঁতুল গুলে তা দিয়ে কাঁচ পরিষ্কার করুন।
. তেঁতুলের মতোই লেবুও কাঁচের দাগ তুলতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাঁচের অনেকদিনের দাগও তুলে দেয়। ফলে কাঁচের আসবাব আগের মতোই ঝকঝকে দেখতে লাগে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫