|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৩ ০৫:৪৩ অপরাহ্ণ

আর্জেন্টিনার ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ


আর্জেন্টিনার ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ


হু প্রতীক্ষার বিশ্বকাপ জয়ের পর এবার এশিয়া সফরে আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের টিকিটের মূল্য নিয়ে সমালোচনা চললেও মেসি-ডি মারিয়াদের দেখার উপলক্ষ্য হাতছাড়া করতে চাননি ভক্ত-সমর্থকরা। তাই তো প্রথম দফায় ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই শেষ হয়েছে এই ম্যাচের সব টিকিট। 

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা যায়, বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয়েছিলো টিকেট বিক্রি। শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। তবে প্রথম দফায় কত সংখ্যক টিকিট ছাড়া হয়েছিলো তা এখনও জানায়নি কর্তৃপক্ষ। 


বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৮ হাজার। আর্জেন্টিনার ম্যাচের সবচেয়ে কম দামী টিকিটের মূল্য ছিলো  ৮২ মার্কিন ডলার বা প্রায় ৯ হাজার টাকা। আর সর্বোচ্চ দামের টিকিট ছিলো ৬৭৫ মার্কিন ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা। 

এদিকে, আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয় বলেও নিয়ম করা হয়েছে। তবুও চীনের জনপ্রিয়  সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে। আগামী বৃহস্পতিবার (৮ জুন) এই ম্যাচের দ্বিতীয় দফা টিকিট ছাড়া হবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫