|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুন ২০২৩ ০৪:৪৬ অপরাহ্ণ

মঞ্চেই অসুস্থ হয়েছেন গান গাওয়ার সময় ব্ল্যাকপিঙ্কের জেনি


মঞ্চেই অসুস্থ হয়েছেন গান গাওয়ার সময় ব্ল্যাকপিঙ্কের জেনি


ম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফর্ম করতে গিয়েছিল। সেখানে মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ব্যান্ডের অন্যতম সদস্য জেনি। ‘লাভসিক গার্লস’ গানটি গাইতে গাইতেই স্টেজ থেকে বেরিয়ে যান তিনি।

দি ইন্টারন্যাশনাল নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, জেনির অসুস্থতার পরেও পারফর্ম করে নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জিসো, লিসা এবং রোজে । 

 
পরবর্তীতে ব্ল্যাকপিঙ্কের রিপ্রেজেন্টেটিভ এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান, ‘১১ জুন ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের একটি শো মেলবোর্নে ছিল। জেনি নিজের পারফরম্যান্স সম্পূর্ণ করতে পারেননি। ওর শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই কারণেই ওকে বেরিয়ে আসতে হয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ব্ল্যাকপিঙ্কের ফ্যানদের কাছে ক্ষমাপ্রার্থী। যারা শোতে এসেছিলেন তাদের সবার কাছেই ক্ষমা চেয়ে নেয়া হচ্ছে। তবে দয়া করে আমাদের পাশে থাকবেন। আশা করব, আপনারা আমাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫