টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য নুরুল হুদা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে টঙ্গীর ওই দুর্ঘটনায় দুই ফায়ার ফাইটারের মৃত্যু হলো।
নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। বাবা আব্দুল মনসুর ও মা শিরিনা খাতুনের সন্তান নুরুল ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে, আর ছেলে মাত্র তিন বছরের। নুরুল হুদার স্ত্রী বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা।
গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার ফাইটার ও কারখানার এক কর্মচারী দগ্ধ হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫