|
প্রিন্টের সময়কালঃ ৩০ অক্টোবর ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৬:৫০ অপরাহ্ণ

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, জানতে চাইল হাইকোর্ট


মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, জানতে চাইল হাইকোর্ট


রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারীর মৃত্যু হওয়ার পর, তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। আদালত একই সঙ্গে মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।
 

বিষয়টি নিয়ে করা এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। রিটে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন উল্লেখ করেন, মেট্রোরেল এবং সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না তা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করতে হবে।
 

এর আগে রোববার ফার্মগেট মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপরের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫