|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ণ

উত্তরা পশ্চিম থানায় ২ মামলায় ৮ মানব প্রচারকারী গ্রেফতার


উত্তরা পশ্চিম থানায় ২ মামলায় ৮ মানব প্রচারকারী গ্রেফতার


ঢাকা প্রেস,তরিক শিবলী:-

 

রাজধানী উত্তরায় কত ১৭ তারিখ রাত সাড়ে তিনটায় উত্তরা পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরা ০৭ নং সেক্টরস্থ সোনারগাঁও জনপথ বাসা নং-০১, উত্তরা সিটি গেষ্ট হাউজে অসামাজিক কার্যকলাপ হচ্ছে সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানব পাচার চক্রের ০৮ সদস্যকে গ্রেফতার করেন।


গ্রেফতাকৃতরা হলো  মোঃ ওমর ফারুক (৪২ মোঃ জীবন আকন্দ(২৯), মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), মোঃ ফাইম (২২), মোঃ সজীব মিয়া (২৮), মোছাঃ সালমা আক্তার (২০), মোছাঃ বিলকিস আক্তার (২০), মোছাঃ শান্তনা (২০), গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ মানব পাচার চক্রের সাথে জড়িত থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।


বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়া বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের আবাসিক হোটেলে, গেষ্ট হাউজে আড়ালে লোকজনদের সাথে দেহব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা করিয়া অবৈধ ভাবে অর্থ উপার্জন করে আসছে। অপরদিকে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ ওমর ফারুক (৪২) ও ২নং আসামী মোঃ জীবন আকন্দ(২৯) কে একান্তে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত গেষ্ট হাউজের রিসিভ শনের টেবিলের ড্রয়ার হতে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) এবং গেষ্ট হাউজের রুমের বিছানার নীচ হইতে ২০ (বিশ) টি কনডম উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরসহ উদ্ধারকৃত মাদক ও কনডম থানায় এনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা রুজুপূর্বক উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ   মোঃ হাফিজুর রহমান বলেন  আমার আওতাধীন এলাকায় যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার অবকাশ আমার নাই। এই এলাকার সকল মানুষের জন্য আমার থানার দরজা সব সময় খোলা। তাই কোথাও কোন অপরাধ হচ্ছে এমন তথ্য যদি সাধারণ মানুষের কাছে থাকে তবে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫