|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৪:০২ অপরাহ্ণ

সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু-গণভোটসহ পাঁচ দফা দাবিতে নেতাদের বক্তব্য


সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু-গণভোটসহ পাঁচ দফা দাবিতে নেতাদের বক্তব্য


সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমমনা আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশ আজ শনিবার দুপুর ১২টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই স্থানীয় নেতারা বক্তব্য উপস্থাপন করেন।
 

সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা বেলা দুইটার দিকে। খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
 

ইতোমধ্যে ইসলামী আন্দোলনের আমিরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সকালে সিলেটে পৌঁছেছেন। সমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
 

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “সমাবেশে সমমনা আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সিলেট বিভাগের প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫