|
প্রিন্টের সময়কালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৯:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে অগ্নি দূর্ঘটনা ও ভূমিকম্প সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত


দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে অগ্নি দূর্ঘটনা ও ভূমিকম্প সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:-



নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট মহানগর ইউনিট ও সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ উদ্যোগে ৪দিন ব্যাপী অগ্নি দূর্ঘটনা, ভূমিকম্প দূর্যোগকালীন মহড়া মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ২৪ এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।


 



উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার,রেড ক্রিসেন্ট মহানগর ইউনিটের দূর্যোগ ও মানবিক শাখা প্রধান রফিকুল ইসলাম প্রধান।রেড ক্রিসেন্ট নগর প্রতিনিধি মোঃ শাকিল হোসেন,সিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নবাগত কো- অর্ডিনেটর হোমায় আরা বেগম , স্কাউট দলের ইউনিট ইনচার্জ শিক্ষক বিকাশ সরকার, শিক্ষক মোঃ ইলিয়াস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 



চার দিনের মৌলিক ও প্রাথমিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন দূর্ঘটনা, প্রাথমিক চিকিৎসা ও দূর্যোগকালীন সচেতন হওয়ার বিষয়ে দিকনির্দেশনা এবং করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। 


এছাড়া স্কুল মাঠে অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে একটি মহড়া অনুষ্ঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫