কুড়িগ্রামে পিকআপে ৩৫ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে জেলার রাজারহাট উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৭টি বস্তায় রাখা ৩৫ কেজি গাঁজাসহ চালক মোস্তাক আহমেদ (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি কচাকাটা থানার টেপারকুটি মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা মাহে আলমের পুত্র।
র্যাব-১৩ এর রংপুর ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল পিকআপটি আটক করে তল্লাশি চালায়। এতে বিপুল পরিমাণ গাঁজাসহ চালক মোস্তাককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৩ এর মিডিয়া মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট ও সিনিয়র সহকারী পরিচালক বলেন, “গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫