|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৫ অপরাহ্ণ

ফেনীতে দুই শিশু পুকুরে ডুবে মৃত


ফেনীতে দুই শিশু পুকুরে ডুবে মৃত


ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-


ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় দুটি পৃথক ঘটনায় দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।

 

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫ মাস) নানাবাড়িতে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

এর আগে, একই দিন সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২) পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫