|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৭:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৩:২৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদে সেবা বন্ধ, জামায়াতে ইসলামী’র মানববন্ধন ও স্বারকলিপি প্রদান


সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদে সেবা বন্ধ, জামায়াতে ইসলামী’র মানববন্ধন ও স্বারকলিপি প্রদান


কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-

 



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইউনিয়ন পরিষদসমূহে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে জনসেবা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও পথসভা আয়োজন করে তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্বারকলিপিও প্রদান করা হয়।

 



 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
 

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জামায়াত নেতা মো. জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলু, মিডিয়া সেক্রেটারি মো. আবুল হোসেন এবং পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর।
 

বক্তারা বলেন, সীতাকুণ্ডে একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ তারিখের পর থেকে চেয়ারম্যান ও মেয়ররা আত্মগোপনে চলে গেলে ইউনিয়ন পরিষদগুলো কার্যত অচল হয়ে পড়ে। পরে সরকার প্রশাসক নিয়োগ করলেও রিটের মাধ্যমে সাতজন চেয়ারম্যান হাইকোর্ট থেকে দায়িত্ব পালনের অনুমতি পান। তবে আদালতের রায় সত্ত্বেও তারা দায়িত্বে ফিরে না আসায় জনসেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
 

জনগণ এখন জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণ, সরকারি প্রকল্প বাস্তবায়ন, রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানি সরবরাহসহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হজ, চিকিৎসা, জমি ক্রয়-বিক্রয়ের মতো জরুরি প্রয়োজনে এসব সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
 

বক্তারা আরও বলেন, অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানদের কাজে ফিরতে হবে। অন্যথায় পুনরায় প্রশাসক নিয়োগ অথবা নতুন করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পরিষদ পরিচালনার ব্যবস্থা করতে হবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫