|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৩২ অপরাহ্ণ

আওয়ামী লীগ নেতা নারীসহ হোটেল থেকে আটক


আওয়ামী লীগ নেতা নারীসহ হোটেল থেকে আটক


নিজস্ব প্রতিবেদক :

 

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নারীসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকায় অবস্থিত হোটেল আল-জালাল থেকে তাদের আটক করা হয়।
 

আটক হওয়া ব্যক্তির নাম আজমল হোসেন সেলিম, যিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। পুলিশ বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, "আমরা আজমল হোসেন সেলিমকে নারীসহ বন্দরবাজারের একটি হোটেল থেকে আটক করে থানায় নিয়ে এসেছি। তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার নামে কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫