লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চুরির অভিযোগে আবুল কালাম নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে কাঞ্জনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম ছিলেন কাঞ্জনপুর গ্রামের ছানাউল্যার পাটোয়ারির ছেলে এবং পেশায় শ্রমিক। তিনি পরিবার নিয়ে হায়দারগঞ্জ বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী রেহানা আক্তারের দাবি, ভোর রাতে জিসান নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে সিএনজির ব্যাটারি চুরির অপবাদ দিয়ে তার স্বামীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে কাঞ্জনপুরের একটি বাগানে নিয়ে গিয়ে নির্দয়ভাবে মারধর করা হয়। সকালে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মাসুদ নামের এক ব্যক্তির সিএনজির ব্যাটারি চুরি হওয়ার ঘটনায় কালামকে সন্দেহ করে তাকে ধরে আনা হয়। সারা রাত বাগানে বেঁধে রেখে নির্যাতনের পর সকালেও তার ওপর শারীরিক আক্রমণ চালানো হয়। একপর্যায়ে মারধরের ফলেই তার মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, "ব্যাটারি চুরির অপবাদে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫