|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০০ অপরাহ্ণ

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা


ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
 

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের সফর শুরু হবে।
 

ময়মনসিংহের জনসভা শেষে তিনি সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। এরপর একই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
 

নির্ধারিত কর্মসূচি শেষে তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬