|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, ৪ জন গ্রেপ্তার


ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, ৪ জন গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি:-

 

ঈশ্বরদীতে এক মৎস্য খামারিকে জিম্মি করে তার আপত্তিকর ভিডিও ধারণ করার পর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
 

গ্রেপ্তাররা হলেন: পৌর শহরের মধ্য অরনকোলা এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী মোছা. রেবেকা সুলতানা, তার ছেলে মো. শাহরিয়ার ইসলাম রাতুল, একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মিজানুর রহমান এবং বড়ইচারা গ্রামের মৃত রানা প্রামাণিকের ছেলে মো. সজিব হোসেন।
 

পুলিশ জানায়, মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৎস্য খামার ব্যবসায়ী মো. রুহুল আমিনের সঙ্গে একটি নারীর মুঠোফোনে পরিচয় হয়। ওই নারী অপহরণ চক্রের সদস্য ছিল। এক পর্যায়ে রুহুল আমিন ওই নারীর ডাকে শহরের আলহাজ মোড় এলাকায় মো. মিজানুর রহমানের ভাড়া বাড়িতে যান। সেখানে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং পরে তাকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
 

ঘটনাটি জানিয়ে রুহুল তার বড় ভাই মকছেদ আলীকে ফোন করলে, মকছেদ এক লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তার সহযোগিতায় রুহুল আমিনকে উদ্ধার এবং চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধে লিপ্ত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রোববার রাতে তাদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫