মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-
কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।
নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার শেষে মিনহাজ বাড়ি থেকে বের হন। রাত এশার নামাজের পরও তিনি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছে একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যদের ধারণা, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। যদিও কপালে দুটি ছোট ক্ষতচিহ্ন পাওয়া গেছে, তবে সেগুলো গুরুতর আঘাতের মতো মনে হয়নি। প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫