সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু: চালক গ্রেফতার

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় গ্যাসবাহী ট্যাংকার গাড়ির চাকার নিচে পৃষ্ট হয়ে মোছাঃ রাবিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ৯.১৫ ঘটিকার সময় নাটোর- বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার ০৭ নং লালোর ইউনিয়নের খেজুরতলা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাবিয়া নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা ও খেজুরতলা মসজিদ এর ইমাম হাফেজ মোঃ রাজু আহমেদ এর কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে নাটোর জেলার সিংড়া উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কে খেজুরতলা বাজার নামক এলাকায় রাস্তা পারাপারের সময় নাটোরের দিক থেকে বগুড়াগামী একটি গ্যাসবাহী ট্যাংকার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয় ও দ্রুত ওই গাড়ির চালক ঘটনাস্থল থেকে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়িটি জব্দ করে ও অভিযান পরিচালনা করে অভিযুক্ত গাড়ি চালক কে গ্রেফতার করে।
আটককৃত গাড়ি চালক হলেন,মোঃ শফিকুল ইসলাম (২৫) পিতা মোঃ আলফাজ শেখ, সাং ভবনা, ডাকঘর টাউন নোয়াপাড়া, থানা ফকিরহাট, জেলা বাঘেরহাট।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুর রহমান বলেন, ঘাতক গ্যাসবাহী গাড়ি জব্দ করা হয়েছে ও চালক কে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত গাড়ি ও চালক ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।
নিহত শিশুর লাশটি তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫