|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৩ ০২:১৫ অপরাহ্ণ

নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার, ভবনে আর ভিকটিম নেই


নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার, ভবনে আর ভিকটিম নেই


রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ভবনের বেজমেন্ট থেকে তাঁর লাশ বের করে আনা হয়৷ ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা সহকারী পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, গতকাল দুটি লাশ পাওয়া গিয়েছিল। সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ মেহেদী হাসান স্বপনের লাশ পাওয়া গেছে। তাঁর স্বজনেরা এটি মেহেদীর লাশ বলে নিশ্চিত করেছেন।

মেহেদীর পরিবার বলছে, তাঁর ওজন ছিল ১২০ কেজির মতো। তাঁর মরদেহ বহনে দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

আক্তারুজ্জামান বলেন, ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলবে কি না সেটি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকান ছিল। মেহেদী ছিলেন ওই দোকানের ব্যবস্থাপক। বেজমেন্টের দক্ষিণ পাশে সিঁড়ির নিচে মেহেদীর মরদেহ পাওয়া যায় ৷

ফায়ার সার্ভিস আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা  হচ্ছে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫