|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ণ

টাঙ্গাইলে কনস্টেবল নিয়োগে জালিয়াতি: ৬ সদস্য গ্রেপ্তার


টাঙ্গাইলে কনস্টেবল নিয়োগে জালিয়াতি: ৬ সদস্য গ্রেপ্তার


ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, বুধবার ভোরে রংপুরের কোতোয়ালী উপজেলার কেল্লাবন্ধ এলাকার হলি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. মেহেদী হাসান (২৫), পীরগঞ্জ, রংপুর।
২. হিমান্ত চন্দ্র রায় আপন (১৯), দ্রোড়াকান্দর, রংপুর।
৩. তুহিন মিয়া (১৯), বড়আমবাড়ী, রংপুর।
৪. এস এম আয়াত (১৯), শ্রীহরিপুর, ধনবাড়ী, টাঙ্গাইল।
৫. জিহাদ আলী (১৯), বাগবাড়ী, টাঙ্গাইল।
৬. আব্দুল্লাহ (১৯), কাকুয়া কালিকৈটাল, টাঙ্গাইল।

 

পুলিশ সুপার সানতু জানান, গত ১৩ নভেম্বর টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের গত ২০ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তবে, পরীক্ষায় উত্তীর্ণ তিন জনের লিখিত খাতায় প্রাপ্ত নম্বর অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় তাদের প্রতি সন্দেহ হয়।
 

মৌখিক পরীক্ষায় বোর্ড সদস্যরা লিখিত পরীক্ষার উত্তরভিত্তিক প্রশ্ন করলে তারা কোনো সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। এতে বোর্ড সন্দেহ করে যে লিখিত পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে।
 

জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে, নিয়োগ পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য তিন জন পরীক্ষা দিয়েছেন। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার নকল প্রবেশপত্র, রাজস্ব স্ট্যাম্প, ব্যাংকের স্বাক্ষরিত চেক, বিভিন্ন ছবি, একটি কম্পিউটার, মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫