|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৮:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০২:০৩ অপরাহ্ণ

ঢাকায় হঠাৎ বৃষ্টি, গরমে স্বস্তি ফিরল জনজীবনে


ঢাকায় হঠাৎ বৃষ্টি, গরমে স্বস্তি ফিরল জনজীবনে


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানী ঢাকায় হঠাৎ নেমে আসা বৃষ্টিতে গরমে অতিষ্ঠ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন এক পশলা প্রশান্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে।
 

গত ২২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ শুরু হয়। যদিও ঢাকায় সরাসরি তাপপ্রবাহ ছিল না, তবে প্রচণ্ড ভ্যাপসা গরমে জনজীবন ছিল অতিষ্ঠ।
 

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। সাড়ে ১২টার পর শুরু হয় দমকা বাতাস, আর দুপুর পৌনে ১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় ঝরতে থাকে স্বস্তির বৃষ্টি।
 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এমনকি মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫