|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

বৃহত্তর রংপুরে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন আজ শুরু 


বৃহত্তর রংপুরে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন আজ শুরু 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

‘জাগো বাহে তিস্তা বাঁচাই সোমবার থেকে আান্দোলন শুরু হবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৫ কিলোমিটার পর্যন্ত তিস্তা নদীর পাড়ে বুড়িরহাট এলাকায়। আন্দোলনকে ঘিরে লাখ লাখ মানুষ উজ্জীবিত হয়েছে। সোম ও মঙ্গলবার দুদিনব্যাপী তিস্তা পাড়ের মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষ রাজারহাটের চর খিতাবখাঁ বুড়িরহাট এলাকায় একত্রিত হয়ে তিস্তা ব্রিজ পর্যন্ত এলাকায় আন্দোলন শুরু করবে। এ কারণে বেশ কয়েকদিন তিন জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে মাইকিং পোস্টারিং করে প্রচার চালানো হয়। যতক্ষণ পর্যন্ত সরকার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগাপ্রকল্প বাস্তবায়নের দাবি মেনে না নেবেন ততদিন পর্যন্ত সাধারণ মানুষ মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।
 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা এর পানির ন্যায্য হিস্যা আদায় করতেই হবে।
 

জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনে ইতোমধ্যে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি করা হয়েছে। এ সকল কমিটির মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব বলে কয়েকটি কমিটির মুখপাত্র জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫