ডিআরইউ সভাপতির ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ

ঢাকা প্রেস নিউজ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর ওপর হামলার ঘটনায় সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার রাতে তিনি অফিস থেকে বের হয়ে রিকশাযোগে বাড়ি ফেরার পথে কয়েকজন অচেনা লোক তাঁকে গতিরোধ করে গালিগালাজ ও ভয় দেখায়।
ডিআরইউ সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন জানান, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। চলমান পরিস্থিতিতে একটি পক্ষ সাংবাদিকদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে, যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তাঁরা সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
ডিআরইউ নেতারা সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫