ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণের উদ্যোগ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি)-কে একটি দক্ষ, স্বয়ংসম্পূর্ণ এবং সময়োপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করতে ১০ বছর মেয়াদি একটি কৌশলগত (স্ট্রাটেজিক) পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৭ জুলাই) রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০’ সংশোধন ও এর নির্দেশিকা হালনাগাদ করে আরও সময়োপযোগী করা হবে। পাশাপাশি, সরকারি জমি বরাদ্দ পাওয়া গেলে বিসিসিটির নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা সংস্থার কাজের ধারাবাহিকতা ও গতি বাড়াবে।
উপদেষ্টা আরও বলেন, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর পেটেন্ট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রকল্প কার্যক্রমের রিয়েল-টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
জনবলের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বিসিসিটির জনবলকে আরও কার্যকর, দক্ষ এবং প্রভাবশালী হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হক, সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫